ঘুমন্ত পরিবারের ঘরে ট্রাক, মা-মেয়ে আহত
ঘুমন্ত পরিবারের বসত ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উঠে গেলে ঘরে থাকা ঘুমন্ত মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন।
এমন ঘটনাটি বুধবার (২০ জানুয়ারী) ভোরে নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকায় ঘটে।
আহতরা হলেন- আক্রমপুর গ্রামের বাসিন্দার নিশু মালাকারের স্ত্রী উজ্জলা মালাকার (৩৫) ও তার মেয়ে প্রমি মালাকার (১৭)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে নবীগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার আক্রমপুর নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরী বসত ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট -১৮ ৫৬ ৮৭।
প্রতক্ষ্যদর্শী নিশু মালাকার জানান, এ এম এল মাহবুব চৌধুরীর বাড়িতে দীর্ঘ দিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। সকালে দূর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসে দেখেন ঘরের প্রায় সব আসবাপত্র ভাংচুর হয়েগেছে ও তার স্ত্রী সন্তান আহত। তিনি ক্ষতিপূরণসহ অদক্ষ চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
আন্দোলনে ৯ হত্যা মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের কুণ্ডুরপাড় এলাকা থেকে শনিবার (৯ নভেম্বর) দুপুরে বানিয়াচং থানা পুলিশ তাকেRead More
হবিগঞ্জে মা মেয়ে হ.ত্যা মাম.লায় ৩ জনের ফাঁ.সি
হবিগঞ্জের বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর)Read More