সুনামগঞ্জের তিন পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ সমাপ্তির পথে

দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভাসহ সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোগ গ্রহণ সমাপ্তির পথে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সুনামগঞ্জ ও ছাতক পৌরসভার ভ্যালটের মাধ্যমে ভোট গ্রহন হয়। প্রথম বারের মতো ইভিএম ভোট হচ্ছে জগন্নাথপুর পৌরসভায়।
সুনামগঞ্জে ৪৭ হাজার, ছাতকে ৩০ হাজার ও জগন্নাথপুর পৌরসভায় প্রায় ২৮ হাজার ভোটার রয়েছেন।
পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্নের জন্য তিনটি পৌরসভায় সাত শতাধিক আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবির মোবাইল টিম এবং স্টাইকিং ফোর্স।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলার তিনিটি পৌরসভায় কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের সর্বাত্মক চেষ্টা চালাবেন তারা।
এদিকে, সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত সকাল ৯ টায় কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ আলম মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের স্বার্থে প্রশাসনকে সহযোগিতার কথা জানিয়েছেন এই দুই প্রার্থী।
সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত বলেন, এই পৌরভায় শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এবারও আমরা সেটই ধারাহিকাত বজায় রাখব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ভোটাররা তাকে আবারো নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Related News

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More

সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More