করোনা মোকাবিলায় মরক্কো সরকারের দেশব্যাপী কারফিউ ঘোষণা

মরক্কো সরকার সোমবার দেশব্যাপী কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ ঘোষণা করেছে। মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।
সরকারি বার্তা সংস্থা এমএপি পরিবেশিত সরকারের এক বিবৃতিতে বলা হয়, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে এবং যেকোনো ধরনের পার্টি ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞাসহ নতুন বিভিন্ন পদক্ষেপ বুধবার থেকে আগামী তিন সপ্তাহ ধরে বহাল থাকবে।
মরক্কোতে বর্তমানে প্রাত্যহিক হিসাবে দুই হাজারেরও বেশি মানুষকে করোনাভাইরাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এদিকে দেশটিতে কোভিড-১৯ রোগ শনাক্তে পরীক্ষার হারও কমে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মরক্কোতে এ পর্যন্ত চার লাখ ১৮ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ ভাইরাসে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
কর্তৃপক্ষ এ বছরের শেষে টিকাদান কর্মসূচি শুরু করার আশা করছে। তাদের লক্ষ্য আগামী তিন মাসের মধ্যে দেশের প্রায় দুই কোটি মানুষকে টিকা দেয়া।
Related News

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More

গাজায় নতুন করে হামলার তদন্তের দাবি ১৩ ইসরাইলি আইনজীবীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারো সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসরাইল। নতুন করেRead More