সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা কৈতক ট্রমা সেন্টার: এমপি মানিক
ছাতকের কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে কৈতক ট্রমা সেন্টার। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে আন্তরিকভাবে ভালোবাসেন বলেই দেশের ৯ম অর্থাৎ সিলেট বিভাগে এ প্রথম কোন ট্রমা সেন্টার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৈতক হাসপাতালে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ট্রমা সেন্টারে অত্র অঞ্চলের দূর্ঘটনা কবলিত আহত মানুষ সহজ স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবে। ছাতক-দোয়ারায় হাজার-হাজার কোটি টাকার উন্নয়নের মধ্যে ট্রমা সেন্টার একটি উন্নয়নের মাইল ফলক হিসেবে এ অঞ্চলের মানুষের মধ্যে বেঁচে থাকবে। এ ছাড়া দেখার হাওর পাড়ে নির্মিত হতে যাচ্ছে সিলেট বিভাগের ২য় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশের সার্বিক উন্নয়নসহ ছাতক-দোয়ারায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তিনি বলেন, এক সময় ছাতক-দোয়ারার মানুষ শুকনো মৌসুমে পায়ে এবং বর্ষায় নায়ে যাতায়াত করতো। বর্তমানে আওয়ামীলীগ সরকারের বদৌলতে প্রতিটি ইউনিয়নে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ড প্রতিষ্ঠা করে যোগাযোগের একটি সহজ নেটওয়ার্ক তৈরী করা হয়েছে। স্কুল-কলেজ আধুনিকায়নের পাশাপাশি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা গুলোকে উন্নয়নের আওতায় এনে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভবন। তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধিন সরকার মানেই উন্নয়নের মহাযজ্ঞ।
সোমবার দুপুরে কৈতক ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন, কাজী আনোয়ার মিয়া আনু, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মোজাহারুল ইসলাম। সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক ও গীতা পাঠ করেন প্রমি দস্তিদার।
সভায় সাবেক ইউপি চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, আলহাজ্ব নূরুল ইসলাম, হাজী নিজাম উদ্দিন, আলহাজ্ব সুন্দর আলী, আজিজুল ইসলাম, আব্দুল খালিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, এড, ছায়াদুর রহমান, আওয়ামীলীগ নেতা দবির মিয়া, অধ্যক্ষ নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, আফরোজ মিয়া, মুশাহিদ আলী,আব্দুল কদ্দুছ সুমন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মুহিবুর রহমান টুনু, আহেমদ রাসেল, আওয়ামীলীগ নেতা, ফারুক আহমদ সরকুম, কবি আছাদুর রহমান আসাদ, মনিরুজ্জামান সেলিম, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, আমতর আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদ, মাহবুব আলম, মুস্তাক আহমদ পীর, সদস্য স্বপন দাসসহ আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে, এম এ মান্নান
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদিRead More