Main Menu

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন ফারহানা

বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

আগামীকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে তিনি জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সাথে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি এ আসনে মনোনয়ন পাননি।

দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন ব্যরিস্টার রুমিন ফারহানা।

আজ মোবাইলফোনে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আগামীকাল বুধবার দুপুরে তিনি মনোনয়নপত্র উত্তোলন করবেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যেই নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময় সাথে থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবা ভাষা সৈনিক ওলী আহাদ স্বতন্ত্র প্রাত্থী হিসেবে গাভী মার্কা নিয়ে এ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ আমার বাবার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী দুঃশাসনের ১৭টি বছর দলের জন্য নিবেদিত হয়ে একাই মাঠে-ঘাটে ও মহান সংসদে লড়েছি। দলের দুঃসময়ে কথা বলেছি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করতে আমি দলীয় মনোনয়ন পেতে প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু দল এখানে আমাকে মনোনয়ন দেয়নি। বাবার আসন পুনরুদ্ধার করতেই আমি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ভোটের মাধ্যমেই এ এলাকার মানুষ আমার প্রতি ভালোবাসার প্রমাণ দেবে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *