ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক সভার অংশ হিসেবে “Nutrition and Healthy Lifestyle” বা “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোটারি জেলা ৬৫-এর সিলেট মহানগর রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কায়ুম(RFSM)।
সেমিনারে রেনেস নর্ড কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ, বিভিন্ন পেশার উচ্চ পর্যায়ের পেশাজীবী এবং ক্লাবের রোটারিয়ানরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা সুস্থ জীবনযাপন ও পুষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত মতামত প্রদান করেন।
অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রোটারিয়ান আব্দুল কায়ুম তাঁর নিজ ক্লাব সিলেট মহানগর রোটারি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি ক্লাবের মানবিক উদ্যোগ ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন, যা উপস্থিত সকলের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল আন্তর্জাতিক ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে সিলেট মহানগর রোটারি ক্লাব এবং রেনেস নর্ড রোটারি ক্লাবের মধ্যে পতাকা বিনিময়। এ ব্যানার বা পতাকা বিনিময় দুই দেশের ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও বৈশ্বিক ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
সেমিনারের সমাপ্তি ঘটে উপস্থিত সদস্যদের মধ্যে আন্তঃক্রিয়ামূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে। পরে এক সৌহার্দ্যপূর্ণ নৈশভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যা অংশগ্রহণকারীদের জন্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়।
Related News
ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবে “পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রেনেস, ফ্রান্স – ২৮ মার্চ ২০২৫ : ফ্রান্সের রেনেস নর্ড রোটারি ক্লাবের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিকRead More
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মাল্টিসেক্টরাল কনসালটেশন কর্মশালা: পুষ্টি উন্নয়নে সকলের অংশগ্রহণমূলক প্রচেষ্টা অতীভ জরুরী, অতিরিক্ত সচিব, মো: আব্দুল কাইয়ূম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো: আব্দুল কাইয়ূম বলেছেন, পুষ্টি উন্নয়নে স্বাস্থ্য বিভাগের সাথেRead More

