সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প

সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিক কিছু নাটকে সেই শিল্পী-কলাকুশলীদের জীবনের লড়াই উঠে আসছে। শিল্পীদের জীবন নিয়ে ‘সিনেমার মানুষ’ নামে একটি নাটক লিখেছেন কমল সরকার। নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকি।
সিনেমায় যে চরিত্র দর্শক দেখেন সেগুলোর সঙ্গে তাদের বাস্তব জীবনের কতটা পার্থক্য- ‘সিনেমার মানুষ’ নাটকের মাধ্যমে তা পর্দায় তুলে ধরেছেন নির্মাতা।
একজন অভিনেতা সিনেমায় কোটিপতি চরিত্রের অভিনয় করে যখন ঘরে ফিরে আসে, দারিদ্রতা সেই মানুষটাকে ঘিরে ধরে আছে। আবার সিনেমার মানুষটাকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘন্টা এফডিসির গেটে দাঁড়িয়ে থাকতো সেই মানুষটি এক সময় অভাবে মারা গেলে কেউ জানেও না, কবে মারা গেলো। কিছু দালালের খপ্পরে পরে সিনেমায় অভিনয় করার করেতে গিয়ে সব হারিয়ে ফেলছে।
অন্যদিক একটি মেয়ের সিনেমাতে নায়িকার একটা সাইনবোর্ড লাগিয়ে নিজেকে অন্য রাস্তায় লাখ লাখ টাকা রোজগার করতে গিয়ে মরণ ডেকে আনছে। সত্যিকার অর্থে অনেক শিল্পী কষ্টের পাহাড় পেরিয়ে সফলতার মুখ দেখছে। এসব বিষয় নাটকে তুলে ধরা হয়েছে।
নাটকটি প্রসঙ্গে সাদেক সিদ্দিকি বলেন, ‘সিনেমায় যারা অভিনয় করেন, আর যারা সিনেমার সাথে জড়িত হয়ে জীবন পার করেছেন-তাদের জীবনের সিনেমার গল্পের মত সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতনের চিত্র উঠে এসেছে নাটকে। দর্শক এ ধরনের গল্প পর্দায় দেখতে চান বলেই নাটকটি নির্মাণ করেছি। আশা করছি,নাটকটি দর্শকের ভালো লাগবে।’
এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তানহা তাসমিয়া, মৌমিতা মৌ, শিপন মিত্র, মানসিক প্রকৃতি, তানিন সুবা, হান্নান শেলী, লিজা খান, আসমা শিউলি, হেদায়েতুল্লাহ তুর্কি, প্রমূখ। সম্প্রতি নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। এটি প্রতি রোববার এবং সোমবার রাত আটটায় এটি প্রচার হচ্ছে।
Related News

সাদেক সিদ্দিকির পরিচালনায়- নাটকে সিনেমার মানুষের জীবনের গল্প
সিনেমার পর্দায় আমরা সাধারণত অভিনয়শিল্পীদের দেখি। কিন্তু সেই মানুষগুলোর জীবনে গল্প অজানা থেকে যায়। সম্প্রতিকRead More

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More