আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলা মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে থানার সামনে এসে সমাবেশের করে। এতে সভাপতিত্ব করেন জামায়াত দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা তৌফিকুর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম দেয়া হয়। প্রয়োজনে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার আড়াইহাজার উপজেলার মাহমুদুর ইউনিয়নের গহরদী বাদশার বাড়ী এলাকায় জামায়াতের গণসংযোগ ও পথ সভায় হামলা করে বিএনপির নামধারী একদল সন্ত্রসী।
Related News
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে সমাবেশ
আড়াইহাজারে জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৬Read More
দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। রোববার (৬ এপ্রিল)Read More

