বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে আঞ্চলিক পরিচালক পদে ড. মোহাম্মদ হারুন অর রশিদ এর যোগদান
ড. মোহাম্মদ হারুন অর রশিদ আজ ২৬ মে ২০২৪ পূর্বাহ্নে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেন।
ইতোপূর্বে তিনি বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে কর্মরত ছিলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা ড. হারুন ২০২৩ সালে বাংলাদেশ বেতারে শুদ্ধাচার পদক প্রাপ্ত হন। বাংলাদেশ বেতার, রংপুরের আঞ্চলিক পরিচালক পদের দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে পরপর তিনবার বার্ষিক কর্মসম্পান চুক্তি (এপিএ) তে প্রথমস্থান অধিকার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ড. হারুন দক্ষিণ কোরিয়া থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি অর্জন করেন। ২০০৩ সালে বাংলাদেশ বেতারে যোগদানের পর বাংলাদেশ বেতার সদর দপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনের অভিজ্ঞতা রয়েছে তথ্য সার্ভিসের এই কর্মকর্তার।
Related News
সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও নীতিতে অটল থেকে প্রথম আলোর যাত্রাRead More
কান্দিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি বিশাল জনসভা অনুষ্ঠিত
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হঠাৎRead More