এনইএমসি ডে ও সেমিনারে বক্তারা: সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ চিকিৎসা সেবায় মাইলফলক
দিনব্যাপী ঝাঁকজমকপূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে শনিবার (২ সেপ্টেম্বর) পালিত হয়েছে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে। প্রথমবারের মত দিনটি উপলক্ষে র্যালী, সেমিনারসহ বিভিন্ন রকম অনুষ্টানের আয়োজন করে কলেজটি। সকাল সাড়ে নয়টায় কেক কেটে এবং পায়রা উড়িয়ে অনুষ্টানের উদ্ভোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ আফজাল মিয়া, কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার এ এফ এম নাজমুল ইসলাম, ডাক্তার মোঃ নাজমুল ইসলামসহ অতিথিবৃন্দ।
পরে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীকে নিয়ে একটি বিশাল র্যালী চন্ডিপুল এলাকা প্রদক্ষিণ করে। র্যালী পরবর্তীতে কলেজ প্রাঙ্গনে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্ভোধন করা হয়। পরে কলেজের ফাহিম গ্যালারীতে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্টিত হয়। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ডাক্তার ওমর বিন আব্দুল আজিজ নাদিম এবং ডাক্তার পল্লবী চক্রবর্ত্তীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ আফজাল মিয়া। সভাপতির বক্তব্যে কলেজের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবায় বরাবরই আধুনিকতায় বিশ্বাস করে। এরই প্রেক্ষিতে বিভিন্ন ট্রান্সপ্ল্যান্ট ইউনিট চালুসহ নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীকে একটি আধুনিক হেলথ সিটি হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সৈয়দ মুসা এম এ কাইয়ুম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর প্রতিষ্টাতা চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আজিজুর রহমান, অধ্যাপক ডাঃ মৃনাল কান্তি দাশ, অধ্যাপক ডাঃ গুলজার আহমদ, অধ্যাপক ডাঃ জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং পরিচালকবৃন্দ ।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

