নির্ধারিত সময়ে ভ্যাকসিন না দিলে ‘দায়’ নেবে না সিসিক
সিলেটে আগামী মঙ্গলবার (১ নভেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে কোভিড-১৯ টিকা দান কর্মসূচী। সিলেট সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর ২য় ও ৩য় ডোজ টিকা প্রদান করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) সিসিকের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনিবার্য কারণে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর তারিখ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে ২য় ডোজ ও ৩য় ডোজ বা বুস্টার ডোজ প্রদান কার্যক্রম বন্ধ ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র এবং সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ ২য় এবং ৩য় ডোজ বা বুস্টার ডোজ প্রদান শুরু হচ্ছে।
যে সকল নাগরিক এখনো ২য় ডোজ এবং ৩য় বা বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদেরকে কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করার আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে। টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ের মধ্যে টিকা গ্রহণ না করলে কর্তৃপক্ষ এর দায় বহন করবে না জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
Related News
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলার আহবান
সিন্টু রঞ্জন চন্দ: শরৎ ও বর্ষা মৌসুমে মশার উৎপাত থাকলেও এবার হেমন্তের মাঝা-মাঝিতেই সিলেট নগরীতেRead More
সিলেট সদর উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিলেট সদরন উপজেলার এইচ পি ভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৪ এর ক্যাম্পেইন মধ্যবর্তী পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।Read More