Main Menu

থানার দালালদের ব্যাপারে সজাগ থাকতে বললেন বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন- ‘কোনো দালাল বাটপার যাতে থানায় দালালী করতে না পারে। সে ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা থেকে যেন কোনো অসহায় গরীব মানুষ বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। দেশ ও জাতি আগাতে হলে সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে মাধবপুর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কাওছার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন আল মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকমান মিয়া, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সুহেল, মীর খুরশেদ আলম, আরিফুল ইসলাম, সাংবাদিক শংকর পাল সুমন, মো. আইয়ুব খান, মো. মিজানুর রহমান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *