যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সেনাবাহিনী থাকবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলা করতে যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে বন্যার্তদের পাশে সেনাবাহিনী থাকবে ।
দুর্যোগের মধ্যে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এখনও অনেকে পানিবন্দী আছেন। যতদিন প্রয়োজন হবে ততদিন সুনামগঞ্জে থাকবে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
সেনা প্রধান আরও বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌছেছে যে, এর চেয়েও বড় দুর্যোগ মোকাবিলা করতে পারবে। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা।
এ লক্ষ্যে যা করণীয় আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এটার খোঁজ রাখছেন। তাঁর দেওয়া অনেক তথ্যের ওপর ভিত্তি করে আমার টিম প্রয়োজনীয় কাজ করছে বলেও জানান সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
Related News

জগন্নাথপুর শিবগঞ্জ’র-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারেরRead More

সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More