Main Menu

কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি পরিবারে প্রধানমন্ত্রীর ত্রান বিতরণ করলেন সিলেটের জেলা প্রশাসক

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাদেআলী আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে ত্রাণ বিতরণ করলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ৩৫ টি পরিবারে ৮ ধরনের খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আজমেরি হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ, সিলেট জেলা পরিষদের সাবেক মোহাম্মদ শাহানূর, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক সাজ্জাদ মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, ৯নং ওয়ার্ডের মেম্বার মোজ্জাম্মিল হোসাইন, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মামুন, মহিলা মেম্বার রুমা আক্তার, জেলা যুবলীগ নেতা রাইসুক হক, কুতুব উদ্দিন, নিজাম উদ্দিন, মনির উদ্দিন, ছাত্রলীগ নেতা রুহুল আমিন শাহন।

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, বন্যা কবলিত মানুষ যারা আশ্রয় কেন্দ্রে এবং অন্যত্র ছিলেন তারা ঘরে ফিরে আসছেন। তাদের খোঁজ নিতে এসেছি। নিজেদের ঘরে ফিরে আসা নিশ্চয় আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জন্য ৬০০ মেট্টিক টন চাল বরাদ্ধ দিয়েছেন। ইতোমধ্যে আমরা সাড়ে ৫০০ মেট্টিক টন চাল বিতরণ করেছি এবং ত্রাণ হিসেবে নিত্য প্রয়োজনীয় পণ্য গুলো মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের সবাই কাজ করছেন।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *