সেবায় ব্যাঘাত- ওসমানীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ১১টি মোবাইল জব্দ

ব্যবস্থাপত্রের ছবি তোলা ও চিকিৎসা সেবায় ব্যাঘাতের অভিযোগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে জব্দ করা হয় বলে হাসপাতালের সহকারি পরিচালক ডা. আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিক্রয় প্রতিনিধিরা প্রতিদিন হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ছবি তুলে নেন। এতে রোগীর সমস্যার পাশাপাশি চিকিৎসায়ও ব্যাঘাত ঘটে। বারবার বলার পরও নির্দিষ্ট দিনে তারা প্রবেশ না করে প্রতিদিনই আসেন। এ অবস্থায় সোমবার তাদের মোবাইলগুলো জব্দ করা হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার রওশন হাবিব জানিয়েছেন, সপ্তাহে শনি ও মঙ্গলবার ওষুধ কোম্পানিগুলোর রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে প্রবেশের অনুমতি রয়েছে। কিন্তু তারা প্রতিদিনই হাসপাতালে প্রবেশ করে চিকিৎসা কাজে সমস্যার সৃষ্টি করেন। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দের্শে আমরা ১১ জনের মোবাইল ফোন জব্দ করেছি।
Related News

পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের স্মারকলিপি
ইটভাটা ব্যবসা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উনRead More

রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার এর বার্ষিক সম্মাননা প্রদান
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর উদ্যোগে বার্ষিক সম্মাননা প্রদান ও পিকনিক অনুষ্ঠান ২০২৪—২৫অনুষ্ঠিত হয়েছে।Read More