একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে আওয়ামী লীগ সরকার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যাশ্যে বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ একটি উন্নত রাষ্ট হিসাবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেকে সঠিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি ইমরান আহমদ উপজেলা সদরের জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ভবন উদ্বাধন করেন এবং ইমরান আহমদ মহিলা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে তিনি অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মো. এনামুল হক সরদার এবং সহকারি অধ্যাপক শাহেদ আহমদ’র পরিচালনায় স্বাগত ববক্তব্য রাখেন- পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক এম নূরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম।
এসময় আরোও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সহকারি প্রভাষক মোঃ খায়রুল ইসলাম, মুক্তি বড়ুয়া, নাহিদ সুলতানা রুমি, প্রভাষক গোপিকা রঞ্জন দাস, শিখা রায়, মোহাম্মদ রেজাউল হাসান, জীতেন্দ্র কুমার চাট্টাজ্জী, সাইফুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ মাহফুজার রহমান, আব্দুল কুদ্দুস, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সমাজসেবী হায়দর আলী, শ্যামল চন্দ্র ঘোষ।
Related News
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার ৩০৭ তম নিয়মিত সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার ৩০৭ তম নিয়মিত সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১২)Read More