ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা, আক্রান্ত ৭

করোনাভাইরাসের ওমিক্রন ধরনে টালমাতাল পুরো বিশ্ব। এই সময়ে ক্রিকেটবিশ্ব বায়ো বাবলের মধ্যে থেকে খেলা চালিয়ে আসছে। কঠোর অবস্থানে থাকার পরেও থামছে না কোভিড-১৯ এর ছোবল। এবার করোনা হানা দিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য গত সোমবার ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আহমেদাবাদ পৌঁছান। নিয়মানুযায়ী সেখানে পৌঁছানোর পর পরই তাদের করোনা পরীক্ষা হয়। রিপোর্টে দেখা যায়, ভারতীয় স্কোয়াডের ৩ ক্রিকেটারসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনের ম্যাচে টিমে থাকা এই তিন ক্রিকেটার হলেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড। আর রিজার্ভ টিমে থাকা নবদীপ সাইনিরও রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া টিমের তিনজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে।
এছাড়া ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য অক্ষর প্যাটেলও করোনায় আক্রান্ত। ক্রিকেটারদের এখন আইসোলেশনে আলাদা রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার উন্নয়ন না ঘটা পর্যন্ত ম্যাচ খেলতে পারবেন না।
এমন পরিস্থিতির মধ্যে ভারতীয় দলে মায়াঙ্ক আগারওয়ালকে যুক্ত করা হয়েছে।
Related News

বাবর-রিজওয়ান ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
পাঁচ তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। গুঞ্জন সত্য করে দলে নেই বাবর আজম, মোহাম্মদRead More

জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স শেষে কোচের সনদপত্র অর্জন করলেন মো. আরিফ উদ্দিন ওলি
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ লেবেল-০১ সফলভাবে সম্পন্ন করেছেন মার্শালটেরRead More