দানশীলদের পিছিয়ে পড়া জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর আহ্বান জেলা প্রশাসকের
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘শুধুমাত্র সরকারি সেবা দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা যাবে না। এ জন্য বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমি বেসরকারি সংগঠনের যারা আজকে আছেন তাদের অভিনন্দন জানাই এবং আরও যারা আমাদের বিত্তশালী আছেন সম্পদশালী আছেন তাদেরকে আহ্বান জানাই। আপনারা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠি, শিশু-কিশোরদের পাশে দাঁড়ান।’
তিনি বলেন, ‘তাদের যোগ্যতা অনুসারে আমরা যেনো লেখাপড়ার যদি সুযোগ করে দিতে পারি এবং তারা যেনো সমাজের মূলধারায় ফিরে আসতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।’
রোববার সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লেখাপড়ায় প্রতি গুরুত্ব দিয়েছে, তেমনি সরকারি চাকরীর ক্ষেত্রে তাদেরকে একটি নির্দিষ্ট কোটাও ঠিক করে দেওয়া আছে। এখন কিন্তু বিসিএসেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা আছে৷’
সুনামগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে ও সহ সমাজসেবা অফিসার শাহিনুর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, সাবেক সিভিল সার্জন ডা. মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মী, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম, কন্সালটেন্ড তাজুক হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের সুনামগঞ্জে আগে তেমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। জেলা প্রশাসনের উদ্যোগে আগে একটি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এখানে একটি সুন্দর ক্যাম্পাস। সেখানে শিক্ষক শিক্ষিকারা শিশুদের শিক্ষা দিচ্ছে, এখানে একজন দানশীল ব্যাক্তি সেটির ভবণ নির্মানের ক্ষেত্রে সহায়তা করেছেন।’
‘‘আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই। এমন করে প্রত্যেকটি উপজেলায় যদি এভাবে দানশীলরা এগিয়ে আসেন তাহলে প্রত্যেক উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব।’’
পরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিশুদের প্রয়োজনীয় সরঞ্জাম ও সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়। বিতরণ শেষে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
Related News
সুনামগঞ্জে জোড়া খু.ন, রহ.স্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ
সুনামগঞ্জের হাসননগরের এসপি বাংলো এলাকায় মা ছেলেকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফরিদাRead More
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে, এম এ মান্নান
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদিRead More