হারান কান্তির ‘তারাশঙ্কর প্লেনের নিচে ঝাঁপ দিল’ প্রকাশনা অনুষ্ঠান
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, লেখকদের স্বপ্ন ও চিন্তাভাবনায় সৃষ্টিশীলতার নতুনত্ব থাকে। স্বার্থক লেখা সমাজের সকল অনিয়মকে ব্যঙ্গ করে, পরিবর্তনের সুর বুনে এবং পাঠককে প্রভাবিত করে। লেখকরা লেখার মাধ্যমে দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। হারান কান্তি সেনের রম্যগল্পের প্রশংসা করে তিনি বলেন, রম্য রচনার জন্য আলাদা জ্ঞান এবং প্রচলিত ধ্যান ধারণাকে আঘাত করার শক্তি থাকতে হয়, যা তাঁর মধ্যে আছে। তিনি ভিন্ন সংস্কৃতি এবং দেশে থেকেও মাতৃভাষার সাহিত্য সমৃদ্ধ করছেন।
বিশিষ্ট রম্যলেখক, সাইক্লোনের সাবেক সভাপতি অ্যাডভোকেট হারান কান্তি সেন’র ৪র্থ গ্রন্থ ‘তারাশঙ্কর প্লেনের নিচে ঝাঁপ দিল’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সাইক্লোনের আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রকাশনা অনুষ্ঠানে হারান কান্তি সেন তাঁর অনুভূতি প্রকাশে বলেন, ‘আমেরিকায় কাজে অবসর দেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি কাজ করার ফাঁকে কোনো আইডিয়া মাথায় এলে সাথে সাথে নোট করে রাখি।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সাইক্লোনের সভাপতি জাবেদ আহমদ’র সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন আল ইসলাহ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু সংগঠক সন্তু চৌধুরী, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আমিনুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ভ্রমণলেখক মোয়াজ আফসার, বিশিষ্ট আবৃত্তিকার বিমল কর, কবি সেনোয়ারা আক্তার চিনু, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ,শাবিপ্রবি কর্মকর্তা আবদুল হাই খোকন, ছড়া পরিষদের সহ-সভাপতি অজিত রায় ভজন, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাইক্লোনের পরিচালক (সমাজসেবা) আলি আক্তার, লেখিকা জুই ইসলাম, গল্পকার তাসলিমা খানম বিথী, নাট্যাভিনেতা মিনহাজ ফয়সল ও ছালিক আমীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
Related News
লালন শাহ ছিলেন বৈষম্যবিরোধী : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
ফকির লালন শাহকে বৈষম্যবিরোধী উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘লালন ফকিরRead More
ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আনন্দআড্ডা
সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেটের ৬৪তম জন্মবার্ষিকী উদযাপনRead More