Main Menu

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন স্বনামধন্য লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন।

সোমবার রাত সাড়ে ১১ টায় পরিবােরর সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসা শেষে বাসায় ফিরলেন তিনি।

ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী বাসসকে জানান- ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন ।

তিনি আরো জানান, গুণী এই শিল্পী দীর্ঘদিন ধরেই ইউনিভার্সাল মেডিকেল এ চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত ডায়ালিসিস করছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে এ হাসেপাতালে ভর্তি ছিলেন নন্দিত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন।

তিনি আরো জানান, গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী । দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি । সপ্তাহে ৩ বার ডায়ালিসিস নিতে হয় তাঁর । সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

উল্লেখ্য, ফরিদা পারভীনের সুস্থতার জন্য ইউনিভার্সেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডগুলো নির্দেশনায় এই শিল্পীর চিকিৎসা করা হয় । আজ ২১ জুলাই রাতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *