কুয়ালালামপুরে বাংলাদেশীসহ ১৭৮৯ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বছরের শুরু থেকে ২০ মে পর্যন্ত ২৭২টি এনফোর্সমেন্ট অভিযানে বাংলাদেশীসহ ১ হাজার ৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ২১ মে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান অভিযানে ৩ হাজার ৫৮৭ জন ব্যক্তির উপর তল্লাশি চালানো হয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৮৯ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়েছে।
তার মতে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য বিভাগের অঙ্গীকারের অংশ হিসেবে প্রতিদিনই অভিযান পরিচালিত হয়। আটক সংখ্যায় সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান, তারপরে বাংলাদেশ, মিয়ানমার এবং পাকিস্তানের নাগরিক। এদিকে, ১৯ মে থেকে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দুই দিনের বাস্তবায়ন সময়ে ৯৬ জন অবৈধ অভিবাসী অংশগ্রহণ করেছেন।
অভিবাসীদের যারা প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান তাদের যানজট এড়াতে নিকটতম অভিবাসন অফিসের সাথে আগে থেকেই যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন ওয়ান মোহাম্মদ সৌপি।
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More