পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার (২৬ এপ্রি) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। ভ্যাটিকান থেকে জানানো হয়, সদ্য প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৯টা এবং গ্রিনউইচ মান সময় অনুযায়ী সকাল ৮টায় এ অনুষ্ঠান শুরু হবে। খবর বিবিসির।
জনসাধারণ যেন শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তাই তার কফিনটি অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সেখানে রাখা হবে। তার অন্ত্যেষ্টিক্রিয়া ব্যাসিলিকার সামনে উন্মুক্তভাবে অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ সান্তা মার্তা চ্যাপেলে একটি কফিনে রাখা হয়েছে। এখানেই তিনি পোপ হিসাবে তার কর্মজীবনের ১২ বছর বসবাস করেছেন।
এর আগে, ভ্যাটিকান পোপের কিছু ছবি প্রকাশ করে। ছবিতে দেখা গেছে, পোপ ফ্রান্সিসের দেহ একটি খোলা কফিনে রাখা, তিনি লাল পোপীয় পোশাকে, মাথায় প্যাপাল মিত্র এবং হাতে রোজারি ধরে আছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Related News

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার (২৬ এপ্রি) অনুষ্ঠিত হবে বলে ঘোষণাRead More

ক্যাম্বোডিয়া সফর শেষে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা একটি সরকারি সফর শেষে ক্যাম্বোডিয়া থেকে ফিরে আসার পর উচ্চ জ্বরেRead More