Main Menu

শাবি প্রেসক্লাবের উদ্যোগে বাংলা বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন

বাংলা নববর্ষ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩২ বঙ্গাব্দ মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এছাড়া এসময় শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সেলিম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এছাড়া প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, শাবি প্রেসক্লাবের বাংলা বর্ষপঞ্জিকা তৈরির এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ক্যাম্পাসের উন্নয়নে ক্লাবের সাংবাদিকদের অবদান রয়েছে। ক্যাম্পাসে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। আশাকরি, সাংবাদিকরা সবসময় সত্য ঘটনা তুলে ধরবে এবং ক্যাম্পাসের সুনাম দেশবিদেশে ছড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত রাখবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বাংলা বর্ষপঞ্জিকা তৈরির মাধ্যমে ক্লাবের সাংবাদিকদের শৈল্পিক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। নতুন বছরের শুরুতে সবার হাতে বাংলা ক্যালেন্ডার তুলে দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগে সবসময় শাবি প্রেসক্লাবের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশবিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সত্য ও নির্ভূল তথ্য পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে মনে করি। ইতোমধ্যে ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নে অনেকগুলো প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও গবেষণার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে। এতে সাংবাদিকরা সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানাচ্ছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *