সিয়েরা লিওনে প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন

সিয়েরা লিওনের ফ্রিটাউনের মধ্যাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে শনিবার আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী ও সরকারের সূত্রে ফ্রিটাউন থেকে এএফপি জানায়, অগ্নিকাণ্ডের সময় প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো সেখানে উপস্থিত ছিলেন না।
ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কর্মকর্তা আরো জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
তথ্য মন্ত্রণালয়ের পূর্বের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টেট হাউসের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে কার্যালয়ের দ্বিতীয় তলায় অক্ষত থাকে।
বিকেল ৪টার দিকে (গ্রিনীচ মান সময় ১৬০০ টায়) এ আগুন লাগে। তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বিশাল সাদা ভবনের উপরের জানালায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামারা বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় ভবনের জানালা ও উপরের তলা থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উড়তে দেখেছি।’
পুলিশ ভবনের চারপাশের রাস্তাগুলো ঘিরে রেখেছে এবং নিরাপত্তা কর্মী ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
প্রেসিডেন্ট বায়ো বর্তমানে একটি সম্মেলনে যোগদানের জন্য তুরস্কে রয়েছেন।
সূত্র : বাসস/এএফপি
Related News

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More