ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

রোববার ভোরে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ’ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই আইএএফ (ইসরাইলি বিমান বাহিনী) কর্তৃক প্রতিহত করেছে।’ এর আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।
ইরান-সমর্থিত গোষ্ঠীটি এই সপ্তাহে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করার পর ইসরাইল এবং হুথিদের মধ্যে উত্তেজনার অংশ হিসেবে সর্বশেষ এই বাধা।
মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের নতুন করে আক্রমণ শুরু হওয়ার পর হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে আক্রমণ আরো বাড়ানোর হুমকি দিয়েছিল।
শুক্রবার রাতে ইসরাইলি সেনাবাহিনীও জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হুথিরা শনিবার ভোরে জানিয়েছে যে তারা ’বেন গুরিওন বিমানবন্দরকে” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে, এটিকে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো উৎক্ষেপণ বলে অভিহিত করেছে।
হুথির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ’ইসরাইলি আকাশসীমা অনিরাপদ থাকবে’।
গত সপ্তাহে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারী হামলা শুরু করেছে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তেহরানকে হুতিদের জন্য সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প ।
Related News

মিয়ানমারে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২ – জান্তা সরকার
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিনRead More

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো
চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরেরRead More