Main Menu

পবিত্র এই রমজান মাসে আমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র এই রমজান মাসে আমরা যেন তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি। মুত্তাকি হতে পারি। তিনি বলেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে সিয়াম সাধনা করতে হবে। প্রতি বছর এ মাসটি আমাদের মাঝে আসে প্রশিক্ষণের মাস হিসেবে। এ মাসের গুরুত্ব আরো বেড়েছে কোরআন নাজিলের মাস হিসেবে। পবিত্র কোরআন হচ্ছে সর্ব শেষ্ট কিতাব। সমস্ত আসমানি কিতাবের মা। সুতরাং এ মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন ও কোরআনের রাজ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যাদের মালে নেছাব রয়েছে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে হিসেব করে যাকাত প্রদান করেন। কারণ ধনিদের সম্পদের উপর গরিবের হক রয়েছে। এই যাকাতের টাকায় তাদের সংসার সচল হবে। এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই রমজান। আমরা যেন, এই রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগাই।
সোমবার (১০ মার্চ) সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার মানিক মিয়ার সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী জামায়াত নেতা মো. ফয়সল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন।
বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ইউনিয়ন আমীর মাওলানা আলা উদ্দিন, সেক্রেটারি আহমদ মাসুম, সহ সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন মেম্বার, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সিরাজুল ইসলাম, লিবিয়া প্রবাসী জামায়াত নেতা মাওলানা আশরাফ  খাঁন, যুবদল নেতা জৈন উদ্দিন, জামায়াত নেতা নোমান খাঁন, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মঈন উদ্দিন,  মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আরশ আলী, শিবির নেতা আনছার আহমদ ও কামরান আহমদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *