ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।
তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত ইব্রাহিম (আ.) যেভাবে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তা এক নিদর্শনীয় আত্মত্যাগের আদর্শ। মুসলিম উম্মাহ সেই ঐতিহাসিক ঘটনার অনুসরণেই আজও এই দিনটি কুরবানির মাধ্যমে পালন করে থাকে।
নাজির উদ্দিন বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো—আল্লাহর প্রতি নিখাদ আনুগত্য, ত্যাগের মনোভাব, আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা। কুরবানির পশুর গোশত বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে কেবল মানুষের তাকওয়া বা আল্লাহভীতি।
তিনি বলেন, ঈদুল আযহার এই ত্যাগ ও তাকওয়ার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত ও জাতীয় জীবনে সত্য, ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রকার অন্যায়-অনাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
এসময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!
Related News

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More

সদর উপজেলাবাসীকে প্রভাষক মো. খলিল আহমদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
সিলেট সদর উপজেলাবাসীসহ দেশ- বিদেশের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তরুন সমাজসেবি প্রভাষক মো.Read More