ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১৩০টি বাড়ি ধ্বংস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১৩০টি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দমকল কর্মীলা বলেছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনাও অনেকটা কঠিন হয়ে পড়েছে। হারিকেনের মতো শক্তিশালী বাতাস এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যামেরিলোর কাছে মাউন্টেন ফায়ারে বিস্ফোরণ ঘটায়। যা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ক্যামেরিলো থেকে এএফপি এ খবর জানিয়েছে।
দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। কেউ কেউ মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পত্তি এবং পোষা প্রাণী সংগ্রহ করার জন্য বাড়ি থেকে ঘরে লাফিয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রবিন ওয়ালেস এএফপি’কে বলেন, তিনি যে বাড়িতে বড় হয়েছেন, নিমিষেই বাড়িটি ধ্বংস হয়ে গেলে সবাই পালিয়ে যায়।
তিনি বলেছেন, ‘আমরা আশা করছিলাম ফিরে যেতে পারব এবং কিছু জিনিস পাবো। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি।’
লিন্ডা ফেফারম্যান বলেছেন, তিনি জানতেন তিনি ধোঁয়ার গন্ধ পেলে তাকেও যেতে হবে।
তিনি স্থানীয় সম্প্রচারককে বলেছেন, ‘আমি প্রাণী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমার অক্সিজেন কেন্দ্রীকরণকারী দিয়ে গাড়িটি লোড করার চেষ্টা করছি, এবং যখন ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল তখন দ্রুত বেরিয়ে পড়ি।
Related News

মিয়ানমারে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২ – জান্তা সরকার
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিনRead More

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো
চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরেরRead More