সিলেট সদর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

সিলেট সদর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
উদ্বোধনী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাফর এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান বরুল ইসলাম, দুধওয়ালা ফার্ম এর শাকিল জামান, আনওয়ার ডেইরি ফার্মের আনওয়ার হোসেন, আইভি ডেইরি ফার্মের শিপা বেগম।
প্রদর্শনী মেলায়য় এবার খামারি গরু, মহিষ, ছাগল- ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, মোরগ, পশু মোটাতাজা করণ ঔষধ ও খাদ্যসহ ৪২ টি স্টল বসেছিল। বিশেষ করে সর্বজনীন পেনশন স্কিম স্টলটি গুরুত্বপূর্ণ ছিলো। কারণ সরকার দেশের সকল জনগণকে পেনশন ভাতার আওতায় নিয়ে আসতে চায়। যার ফলে এর কার্যক্রমও ছিলো লক্ষণীয়।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

কোরআন পরিপূর্ণভাবে না মানলে আল্লাহর শাস্তি অবধারিত : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
কোরআনভিত্তিক সমাজ ব্যব্যস্থা গড়তে হলে কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে নতুবা আল্লাহর শাস্তি অবধারিত বলে মন্তব্যRead More