Main Menu

হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান

সিলেট নগরীর টুকেরবাজারের আব্দুল মুছব্বির—কুলছুমা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সাত্তার এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (১৮জানুয়ারী) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশফাক আহমদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ মহি উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন মানবিক অনুষদ অধ্যাপক ড. আবুল ফাতেহ ফাত্তাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলার
আলতাফ হোসেন সুমন।
আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস শুকুর, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নেওয়াজ উদ্দিন, ইকবাল আহমদ, আতাউর রহমান মানিক, সাব্বির আহমদ, আব্দুল মুছব্বির—কুলছুমা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, বিদ্যালয়ের শিক্ষক রাসেন্দ্র নারায়ণ তালুকদার, বদরুল হুদা, তৃপ্তি সোভা নাথ, মরিয়ম জেসমিন, অল্পনা তালুকদার, রীপা চক্রবর্তী, মোঃ খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, সুজন চন্দ্র দে, মোঃ আব্দুল্লাহ, রোহিতাশ্ব তালুকদার, মোঃ এহসানুল হক, মোঃ হাবীবুর রহমান, প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন সহকারী শিক্ষক মাওলানা শামীম আহমদ ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *