তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সিলেট সদর আওয়ামী লীগের মিছিল

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সিলেট সদর আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় উত্তর সুরমা বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্য়ালয়ের। সামন থেকে মিছিল বের হয়ে টুকেরবাজার তেমূখী পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিরন মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি এস এম সায়েস্তা তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফসা মিয়া, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিক মিয়া, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার: প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে
নতুন বাংলাদেশে ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না’ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিRead More

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক ‘আশার আলো’ তৈরি করছে: মির্জা ফখরুল
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক আমাদের সামনেRead More