সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে অব্যাহতি, নতুন সভাপতি খলিল আহমদ

নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারনে সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, মো. ফখরুল ইসলাম ও লুতফুর রহমান সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. দিলওয়ার হোসাইন, ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সদস্য মো. ফাহাদ আহমদকে অব্যবহিত প্রদান করা হয়।
এদিকে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৩ জনকে অব্যবহিত দেওয়ায় সভাপতির পদ শুন্য হওয়ার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মো. খলিল আহমদকেপূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মো. খলিল আহমদ কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা গ্রামের কৃতি সন্তান। দলের জন্য এক নিবেদিত কর্মী।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More