রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ার এর প্রেসিডেন্ট পালাবদল ও ২০২৩-২৪ এর ১ম মিটিং সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের রোটাবর্ষ -২০২২-২৩ এর আউট গোয়িং প্রেসিডেন্ট রোটারিয়ান মওদুদ আহমদ ও সেক্রেটারি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন পালাবদল কলার হ্যান্ড ওভার করেন রোটাবর্ষ ২০২৩-২৪ এর ইনকামিং প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মকছুদুর রহমান চৌধুরী ও সেক্রেটারি রোটারিয়ান সালেহ আহমদ কে। রোটাবর্ষ পালাবদল পরবর্তী রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ইনকামিং প্রেসিডেন্ট রোটারিয়ান মকছুদুর রহমান এর সভাপতিত্বে রোটাবর্ষ ২০২৩-২৪ এর ১ম সভা শুরু করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আই পি পি রোটারিয়ান মওদুদ আহমদ, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্রিস্ট্রিক্ট- ৩২৮২ এর পাস্ট ড্রিস্ট্রিক্ট গভর্নর পি ডি জি শহিদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরিয়া ডিরেক্টর পি পি এ কে এম সামছুল হক দিপু, এডিশনাল এরিয়া এডভাইজার পি পি ফয়ছল করিম মুন্না, পিয়াইন জোনের জোনাল কো-অর্ডিনেটর পি পি আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর ও ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট আব্দুস সালাম, এসিস্টেন্ট গভর্নর পি পি সাদ উদ্দিন। *বক্তব্য পরবর্তী দুইজন নতুন মেম্বার কে রোটারী পিন পরিয়ে রোটারী পরিবারে স্বাগত জানান এবং ক্লাব ভুলেটিন দা পাইওনার এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি পি ডি জি শহিদ আহমদ চৌধুরী* মানবতাবাদি সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে দরেন অতিথি বৃন্ধ।
উক্ত প্রোগ্রাম এ স্বাগত বক্তব্য রাখেন ক্লাব ট্রেইনার পি পি মাহবুব ইকবাল মুন্না, বক্তব্য রাখেন – পি পি রোটারিয়ান আমিরুল ইসলাম, সিলেট ক্বিন ব্রিজ এর প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, বোর্ড অব ট্যাংস প্রধান করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান শাহ তাজুল ইসলাম ,
জাতীয় সংগিত পরিবেশন করেন ক্লাব ইন্টারন্যাশনাল ডিরেক্টর রোটারিয়ান দ্বিন ইসলাম রানা, রোটারী ইনভোকেশন পাট করেন ক্লাব কমিউনিটি ডিরেক্টর রোটারিয়ান এস কে জাবেদ।
আরও উপস্থিত ছিলেন – ক্লাব ট্রেজারার রোটারিয়ান আজাদ উদ্দিন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, মেম্বার রোটারিয়ান ওলিউর রহমান মাছুম, রোটারিয়ান জয়নুল ইসলাম বুলু, রোটারিয়ান আছাদ উদ্দিন রোটারিয়ান মোশাররফ হোসেন চৌধুরী মিশু, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান তোফায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরবর্তী অতিথিদের ক্রেস্ট তুলে দেন ক্লাব মেম্বার বৃন্দ এবং ক্লাব মেম্বার দের নতুন রোটাবর্ষ এর পিন ও প্রেসিডেন্ট এর পক্ষ থেকে গিফ্ট তুলে দেন অতিথি বৃন্ধ।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More