Main Menu

মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী : ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব

প্রকৃত মুসলমানরা উগ্রপন্থায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। তিনি বলেছেন, ‘মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, তারা মানবতার তাগিদ দেন।’

শুক্রবার ভারত সফররত শায়খ ঈসা নয়াদিল্লির জামা মসজিদে পবিত্র জুমার নামাজ পূর্ব খুতবায় একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘একজন সত্যিকারের মুসলমান সবসময় উচ্চস্তরের মানবিকতা নিয়ে চলেন। তিনি ইসলামের ভালো দিকের প্রচার করেন বারবার এবং ইসলাম ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেন।’

শায়খ ঈসা বলেন, ‘বিপথগামী মুসলমান আল্লাহর পথে বিশ্বাস করেন না। ইসলাম ধর্মের প্রকৃত একজন প্রতিনিধি সর্বদা ভালোবেসে জয়ের কথা ভাবেন।’

তিনি আরো বলেন, ‘মুসলমানরা তার দেশের সংবিধানে বিশ্বাস করেন। দেশের সংস্কৃতিতে ভরসা রাখেন। মানুষকে একজোট করতে চেষ্টা করেন, ভাঙতে বা অশান্তি করতে নয়।’

বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন। সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত করেন এবং দেশটির নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে যান। সেই ধারাবাহিকতায় নয়াদিল্লির জামা মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবা দিয়েছেন তিনি। পাশাপাশি দিল্লির অক্ষরধাম মন্দিরেও যান সৌদি আরবের সাবেক এ আইনমন্ত্রী। সূত্র : প্রতিদিনের সংবাদ ও অন্যান্য






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *