তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : নিহত ২৩০০ ছাড়াল

তুরস্কের মধ্যাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।
নিহতদের মধ্যে তুরস্কের ১ হাজার ৪৯৮ জন এবং সিরিয়ার ৮১০ জন।
সোমবার ভোররাত সোয়া ৪টার দিকে সংঘটিত ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে বহু আহত এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৮ হাজার ৫৩৩ জন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণপূর্ব তুরস্কের ২ হাজার ৮৩৪টি ভবন।
লোকজনের ঘুমের সময় ভোর রাতে ভূমিকম্পটি হওয়ায় হতাহতের সংখ্যা বেশি। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
তুরস্ক-সিরিয়া ছাড়াও ভূমিকম্পটি অনুভূত হয়েছে সাইপ্রাস, লেবাননেও।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে। সেখানে ৪ নম্বর সতর্কতা জারি করে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলো বলেছেন, মূল কম্পনের পরে আরো অন্তত ছয়বার কম্পন অনুভূত হয়েছে। ফলে লোকজন ভয়ে তাদের বেঁচে যাওয়া ভবনগুলোতে প্রবেশ করছে না।
এদিকে, সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
সূত্র : আলজাজিরা, সিএনএন
Related News

ইন্দোনেশিয়ায় হিজড়া নারীদের যেভাবে সহায়তা করছে ইসলামিক কেন্দ্র
ইন্দোনেশিয়ায় ট্রান্সজেন্ডার বা হিজড়া নারীদের জন্য যে একটিই মাত্র ইসলামিক কমিউনিটি সেন্টার আছে, তার ভবিষ্যৎRead More

তুরস্কে ভূমিকম্প : নিহতদের প্রতি সমবেদনা ও সাহায্য প্রস্তাব বিশ্ব নেতাদের
তুরস্ক ও সিরিয়া ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার সকালে আঘাত হানাRead More