পাকিস্তানে বাসে অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার ১৮

পাকিস্তানে একটি বাসে অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হয়েছেন অন্তত ১৮ জন।
বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সাথে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ পাকিস্তানে আগুন লাগা বাসটিতে বন্যাদুর্গতরা দাদু জেলায় বাড়িতে ফিরছিলেন। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।
সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৮ জন যাত্রী মারা গেছেন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে। বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
জামশোর জেলা কমিশনার আসিফ জামিল রয়টার্সকে বলেন, যারা বাসে ভ্রমণ করছিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা মোটরওয়ে থেকে দূরে কোথাও স্থানান্তরিত হয়েছিল এবং দাদু জেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, বাসের পিছনের অংশে আগুন লেগে পরে তা পুরো বাসে ছড়িযে পড়ে। আগুন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেন কয়েকজন যাত্রী।
উল্লেখ্য, সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।
Related News

বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী যে নারী গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী নারীর স্বীকৃতি পেয়েছেন চানেল ট্যাপার। তারRead More

গাজায় নতুন করে হামলার তদন্তের দাবি ১৩ ইসরাইলি আইনজীবীর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারো সামরিক অভিযান চালানো শুরু করেছে ইসরাইল। নতুন করেRead More