Main Menu

চঞ্চল-বাবুর সিনেমার মুক্তি ১৩ অক্টোবর

মঞ্চ, টেলিভিশন, সিনেমা পেরিয়ে ওয়েব অঞ্চলেও রাজ করছেন দুই বহুমাত্রিক অভিনেতা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। যে দুজনের একসঙ্গে প্রথম আলোচিত কাজ ছিল ‘মনপুরা’। যেখানে চঞ্চলের প্রেমিকার অসহায় বাবা ছিলেন বাবু।

এরপর একসঙ্গে টিভিতে বেশ কিছু কাজ হলেও সিনেমায় সেই অর্থে মেলেনি তাদের অভিনয় রসায়ন।

অন্যদিকে দুজনেই এখন ওয়েব অঞ্চল কাঁপালেও এবারই একসঙ্গে প্রথম মুখোমুখি হলেন সেখানে। দুজনকে নিয়ে প্রথমবার একটি রহস্য-সিনেমা বানিয়েছেন ‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাস। ছবিটির নাম ‘দুই দিনের দুনিয়া’। যে ছবির গান ‘টেকা ও পাখি তুমি উইড়া উইড়া আসো’ আজকাল ভালোই হিট হয়েছে।

সুখবর হলো, ১০০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি অন্তর্জালে মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর রাত ৮টায়। এমনটাই জানান নির্মাতা অনম।

কাজটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘‘ওয়েবে আমি অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি, তবে ‘দুই দিনের দুনিয়া’র গল্পটা আগের সব গল্প থেকে একদম আলাদা। আমি সবসময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করার জন্য। এখন আমাদের খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা, আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি একটি মানসম্পন্ন কাজ হয়েছে ‘দুই দিনের দুনিয়া’।’’

বাবু-চঞ্চলের গল্পটা এমন- ট্রাক ড্রাইভার সামাদের সাথে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় লোকের। জামশেদ দাবি করে সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার! জামশেদের সাথে সামাদের শুরু হয় দুই দিনের এক জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।

এতে সামাদ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল আর জামশেদ হলেন বাবু। এই শক্তিমান অভিনেতা বলেন, ‘সিনেমাটা নিয়ে আমি বেশ আশাবাদী। এই সিনেমার গল্পটা যখন শুনি তখনই আমার মনে হয়েছে এই চরিত্রটা আমি করতে চাই। অনমের সাথে আমার প্রথম কাজ এটা। সবকিছু মিলিয়ে কাজটা করার আগ্রহ ছিল প্রচুর। আমার প্রত্যাশা, বাংলা ভাষাভাষী দর্শকের কাছে দুই দিনের দুনিয়া নতুন এক মাত্রা যোগ করবে।’

এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ।

নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘যেকোনও ফিল্মমেকার চায় যাদের সাথে সে কাজ করছে তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর বিগত দুই-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উতরাই পেরিয়ে কাজটা শেষ হয়েছে।’

নির্মাতা জানান, এই সিনেমার গল্পে দেশীয় আবহের সাথে সাইন্স-ফিকশন ঘরানার সংমিশ্রণ করা হয়েছে বেশ সুন্দর ও সহজাত ভঙ্গিতে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *