Main Menu

সাফ ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

নেপালের কাঠমান্ডুতে নতুন ইতিহাস গড়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছে নারীদের সাফ জয়ী বাংলাদেশ দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক ট্রফিটি নিয়ে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল।

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো দলটিকে ঘিরে রয়েছে নানান আয়োজন। পুরো ঢাকাই এখন উৎসবের নগরী।

বিমানবন্দরে নামার পর শুরুতে চ্যাম্পিয়ন দলসহ নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার পর তাদের কেক কেটে খাওয়ানো হয়।

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রীর পাশাপাশি বাফুফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের ছাদখোলা বাসটি কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণী ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার-মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

পুরো বাসে সাফ জয়ী ট্রফি ছাড়াও দলের ছবি মোড়ানো রয়েছে। থাকছে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। ছাদ খোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *