চীনের পূর্বাঞ্চলে টাইফুন মুইফার আঘাত

চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। ঝড়টি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে সাংহাইয়ের ফেংজিয়ান জেলায় আঘাত হানে।
ঝড়ের কারণে ১৬ লাখ লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। সাংহাইয়ের মূল বিমানবন্দরসমূহে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে তাৎক্ষণিক হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বলছে, সাংহাই থেকে চার লাখ ২৬ হাজার এবং প্রতিবেশী ঝেজিয়াং থেকে আরো ১২ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এছাড়া প্রবল বৃষ্টির কারনে তীব্র ট্রাফিক জ্যাম এবং কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
উল্লেখ্য, সাংহাইয়ে ১৯৪৯ সালে রেকর্ড শুরু করার পর এটিই হচ্ছে গ্রীস্মমন্ডলীয় সবচেয়ে শক্তিশালী ঝড়।
Related News

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতাRead More

ইসরাইলি বিশেষজ্ঞ: শেষ পর্যন্ত আমাদেরকে ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া লাগতে পারে
একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানেরRead More