ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
Related News
বৃহত্তর সিলেটে আরেক জন সৎ সাহসী এডভোকেট শামসুজ্জান জামান নেই, মালেক মেম্বার
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার বলেছেন, বৃহত্তর সিলেটে আরেকRead More
সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট জেলা শাখার আওতাধীন জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।Read More

