‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা প্রযোজকের
ব্যতিক্রমী গল্প, কলাকুশলীদের অসাধারণ অভিনয়সহ নানা কারণে ‘দৃশ্যম’ ছবিটি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম টু’। এরপর ‘দৃশ্যম থ্রি’র অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এবার ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। শনিবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগের দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোহনলালকে।
প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঘোষণার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও শেয়ার করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা’ ।
২০১৩ সালে মালায়লম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম’ পরিচালনা করেন জীতু জোসেফ। ছবিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। কানাড়া, হিন্দি, তামিল ও তেলেগুতে ছবিটির রিমেক হয়েছে। ‘দৃশ্যম’ ছবির কাহিনী জর্জ কুট্টি নামের এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি অভাবনীয় নানা পদক্ষেপের মাধ্যমে নিজেকে ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন।
Related News
শর্তসাপেক্ষে ‘ফারাজ’ চলচ্চিত্র মুক্তির অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট
ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এরRead More
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের
আগামী শনিবার পর্দা উঠছে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ)। দুইদিনব্যাপী এ উৎসবে বিশ্বেরRead More