জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন-শি জিনপিং: উইডোডো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট চীনা শি জিনপিং নিশ্চিত করেছেন যে তারা এই নভেম্বরে বালিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে ব্যক্তিগতভাবে যোগ দেবেন।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি ও আল-জাজিরা ।
শুক্রবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাতকারে উইডোডো বলেছেন, শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন তিনি আসবেন।
বৃহস্পতিবার রাশিয়ান ও ইন্দোনেশিয়ার নেতাদের মধ্যে ফোনালাপের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়।
ক্রেমলিনের মতে, পুতিন এবং উইডোডো তাদের কথোপকথনের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
এদিকে মস্কো এক মাস আগেই বালিতে শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু মস্কো বলেছে, পুতিন সেখানে ভিডিও লিঙ্কের মাধ্যমে নাকি ব্যক্তিগতভাবে সেখানে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
উইডোডোর দাবি নিশ্চিত হলে, ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পুতিন, শি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবার মুখোমুখি হবেন জি২০ শীর্ষ সম্মেলনে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া, যদিও তার দেশ বিশ্বের শীর্ষ অর্থনীতির ক্লাবের সদস্য নয়।
Related News

মিয়ানমারে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২ – জান্তা সরকার
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিনRead More

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো
চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরেরRead More