Main Menu

নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৫ হাজার ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল আটক

সিলেটের নগরী থেকে ৬৫ হাজার ৫ শত মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে নগরীর মহাজনপট্রি ও কুদ্রত উল্লাহ মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে ৩টি দোকান থেকে জাল আটক করা হয়।

আটককৃত জালের আনুমানিক মূল্য ৭ হাজার টাকা।

জাতীয় মৎস্য সপ্তাহ—২০২২ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন।
অবৈধ কারেন্ট জাল আটক করে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ—পরিচালক মো: আনোয়ার হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পরিচালক মো: আরিফ হোসেন, সহকারি পরিচালক আল মিনান নূর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণসহ পুলিশ প্রশাসনের লোকজন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *