যুদ্ধ ড্রোন দেখতে সম্প্রতি দু’দফা ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান শনিবার বলেছেন, যুদ্ধ ড্রোন দেখতে সম্প্রতি দু’দফা ইরান সফর করেছেন রুশ কর্মকর্তরা। ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য। খবর এএফপির।
সুলেভান এক বিবৃতিতে বলেন, ইরানের সামরিক বাহিনী গত ৮ জুন ও ৫ জুলাই দু’দফায় দু’টি রুশ প্রতিনিধি দলকে কাশান এয়ারফিল্ডে স্বাগত জানায়।
হোয়াইট হাউস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে শাহেদ-১৯১ ও শাহেদ-১২৯ ড্রোন এখানে উড়তে দেখা গেছে।
হোয়াই হাউস এ সপ্তাহের গোড়ার দিকে জানিয়েছিল , তাদের বিশ^াস মস্কো শত শত ড্রোন পেতে আগ্রহী এবং তেহরান যত দ্রুত সন্ভব এই ড্রোন দিতে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে।
Related News
এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়ো : ইসরাইলকে জাতিসঙ্ঘ
আগামী ১২ মাসের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ উপস্থিতি অবসানের পক্ষে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ রায়Read More
লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ২
ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দু’জন নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More