বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে কর্মকর্তাদের সাথে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভা

সিলেটে-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ-গোয়া
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং বন্যায় ঘরবাড়ি হারানো মানুষদের পুনর্বাসন করতে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে।
এ সময় মন্ত্রী পুনর্বাসন কাজে সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতিও নির্দেশনা প্রদান করেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, কোম্পানীগঞ্জের ইউএনও লুসিকান্ত হাজং, গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান, জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More