সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা

আগামি ২৬শে জুন,বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন) সোমবার বিকাল ৩টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় দায়িত্বশীলরা জানান- আমরা জমিয়ত করি,মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জমিনে,আল্লাহর নেজাম, জমিয়তের দাওয়াত,জমিয়তের পয়গাম এই প্রতিপাদ্যকে সিলেটের যুবসমাজের মাঝে জাগিয়ে তুলতে হবে।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম বেলাল আহমেদ চৌধুরী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মাসুম আল মাহদি, হাফিজ মনসুর আহমেদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা রেজওয়ান আহমেদ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান প্রমুখ।
বৈঠকে বিভাগীয় সম্মেলন সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
Related News

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেলা বিএনপির সম্মাননা
“নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। মানুষের কাছে যান,Read More