জনি দুর্দান্ত অভিনেতা, সবাই ভাবে তাকে চেনে : অ্যাম্বার হার্ড
অনলাইন ডেস্ক: জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আলোচিত মানহানির মামলার ঘটনায় রায়-পরবর্তী সাক্ষাৎকারে অ্যাম্বার বলেছেন, রায় নিয়ে বিচারকদের প্রতি তার কোনো অভিযোগ নেই।
এনবিসি’তে সোমবার প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তাদের দোষ দিই না। আমি আসলে বুঝতে পেরেছি। তিনি একজন জনপ্রিয় চরিত্র, সবাই ভাবে তারা তাকে চেনে এবং তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’
মঙ্গল ও বুধবার জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আরো সাক্ষাৎকার প্রচারের পরিকল্পনা রয়েছে এনবিসি’র। সাক্ষাৎকারটি রায়ের প্রায় দুই সপ্তাহ পরে প্রচারিত হচ্ছে।
হার্ড বলেছেন, ‘কেউ আমার সম্পর্কে কী ভাবছে বা আমার গোপনীয়তায় এবং বন্ধ দরজার পিছনে যা ঘটেছে সে সম্পর্কে কী রায় দিতে চায়, তা আমি পরোয়া করি না।’
হার্ড সাক্ষাৎকারে বলেন, আপনারা বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টির সঠিক উপস্থাপনা হয়েছে।
সম্প্রতি ডেপের মানহানির অভিযোগে করা মামলায় হার্ডকে ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ করা হয়েছে।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন বলে মন্তব্য করেন হার্ড। তার পরিপ্রেক্ষিতে হার্ডের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন ডেপ।
Related News
শর্তসাপেক্ষে ‘ফারাজ’ চলচ্চিত্র মুক্তির অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট
ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এরRead More
শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের
আগামী শনিবার পর্দা উঠছে নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ)। দুইদিনব্যাপী এ উৎসবে বিশ্বেরRead More