সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা, নদ নদীর পানি বিপদসীমার উপরে
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আবারো সুনামগঞ্জের সুরমাসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পয়েছে।
সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হওয়ায় সুরমা নদীর পানি বেড়েই চলছে, যার ফলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেকস্থানে তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। এভাবে পানি বাড়তে থাকলে আবারও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। এদিকে সড়ক প্লাবিত হওয়ায় ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ জানা গেছে, তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে তিনটি স্থানে ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে গত বন্যায় জেলার বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব এলাকার লোকজন। এছাড়া হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চলের মানুষের ঘরে দুয়ারে পানি প্রবেশ করেছে। ভোগান্তি চরমে পড়েছে হাওরবাসী। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সুরমা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টা ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Related News
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে, এম এ মান্নান
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদিRead More
সুনামগঞ্জে নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সুরমাসহ সকল নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতেRead More