Main Menu

মৎস্য অধিদপ্তরের জলবায়ু সহনশীল উত্তম মাছচাষ ও জলজ জীব বৈচিত্র ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

সিলেট মৎস্য অধিদপ্তরের ২০২১—২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় জলবায়ু সহনশীল উত্তম মাছচাষ ও জলজ জীব বৈচিত্র ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) সকল ১০ টায় নগরীর সাগর দিঘীরপার মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগ উপ পরিচালক এর কার্যালয় আয়োজিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ মোতালেব হোসেন।

সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবিব খান এর পরিচালনায় মূল আলোক হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড।

বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
রিপোর্টিং এর দায়িত্বে ছিলেন মোঃ আরিফ হোসেন, সহকারী মৎস্য পরিচালক আল মিনান নুর।

উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সাংবাদিকবৃন্দ, মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্যজীবী সুধীজন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু সহনশীল না হওয়ার মাছচাষ ও জলজ জীব বৈচিত্র উপর প্রভাব পড়ছে। নদী নালা খাল বিল— ভরে উঠছে। অপরিকল্পিত স্থাপনা, অবাধে বৃক্ষ নিধন, অপরিকল্পিত বাধ নির্মাণ, অপরিকল্পিত শিল্পায়ন, বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে না থাকায় মাছচাষ ও জলজ জীব বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসকল সমস্যা থেকে আমাদের মৎস্য সম্পাদকে রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি সর্বমহলকে এগিয়ে আসতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *