৬৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন লিটন ও মুশফিক

ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৪ রানে ৫ উইকেটের পতনের পর বাংলাদেশ দলের ইনিংস মেরামতে নেমে ৬৩ বছরের টেস্ট ক্রিকেটের রেকর্ড ভেঙ্গে দিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। মাত্র ২৫ বা এর কম রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশীপ গড়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।
এই সময় তারা ভেঙ্গে দিয়েছেন উইলস মাথিয়াস ও সুজাউদ্দিনের রেকর্ড। ১৯৫৯ সালের ৬ মার্চ ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ৮৬ রান যোগ করেছিলেন তারা।
এবার বাংলাদেশ দলের এই দুই ব্যাটসম্যান এখানেই থেমে যায়নি। সাবলিল ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটির ১৯২ রানের রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন তারা। এর আগে হওয়া ১৯১ রানের সর্বোচ্চ রানের রেকর্ডেরও অংশিদার ছিলেন মুশফিকুর। ২০০৭ সালে কলোম্বোয় আশরাফুলকে নিয়ে শ্রীলংকার বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
আজ দিন শেষে মুশফিক-লিটন ২৫৩ রানে অপরাজিত আছেন।
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More